Dr. Neem on Daraz
Victory Day

ঝিনাইদহে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে নারী-শিশুসহ আটক ২২


আগামী নিউজ | বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ প্রকাশিত: মার্চ ২৬, ২০২২, ০৩:৪৫ পিএম
ঝিনাইদহে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে নারী-শিশুসহ আটক ২২

ঝিনাইদহঃ জেলার সীমান্তবর্তী মহেশপুর উপজেলা সীমান্ত অবৈধভাবে অতিক্রমকালে নারী-শিশুসহ ২২ জনকে আটক করেছে ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬ মার্চ) ভোরে মহেশপুর উপজেলার মাটিলা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— তপন কান্তি রায় (৬০), ঝর্ণা রায় (৫৫), পল্লব রায় (৬),  জীবন কুমার রায় (২৮), সুনিতা রায় (২৬), প্রিতম রায় (৩ মাস), রনি মন্ডল (২৮),  জাকির হোসেন (৪২), আরজিনা বেগম (৩৯), যুবরাজ সেন (২৩), বৈশাখী বিশ্বাস (১৩), বাবুল গায়েন (৩২), উর্মিলা রানী গায়েন (২৬), তৃষা রানী (৮),  রাফিয়া খাতুন (২৮), খাদিজা পারভিন (২৯), শিল্পী খাতুন (৪০), পিন্টু হাসান (৩), নিত্যানন্দ ঘোষ (৩৬), রিনা খাতুন (৩২), জাহারানা খাতুন (৩৭) এবং রত্না বেগম (৪২)।

ঝিনাইদহ ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের মধ্যে সাতজন পুরুষ, দশজন নারী এবং পাঁচজন শিশু রয়েছে। তাদের বাড়ি সাতক্ষীরা, যশোর, মুন্সিগঞ্জ এবং বগুড়া জেলায়।

তিনি বলেন, মামলা দায়ের করে তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

বুরহান/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে