Dr. Neem on Daraz
Victory Day

ঝিনাইদহে গুদামে মিলল ৬৫ হাজার লিটার সয়াবিন তেল


আগামী নিউজ | বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ প্রকাশিত: মার্চ ১৬, ২০২২, ০৯:০৩ এএম
ঝিনাইদহে গুদামে মিলল ৬৫ হাজার লিটার সয়াবিন তেল

ঝিনাইদহঃ জেলার শৈলকুপায় অবৈধভাবে মজুদ করা ৩২০ ব্যারেল সয়াবিন তেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) রাতে উপজেলার কবিরপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি গুদাম থেকে এই তেল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) পার্থ প্রতীম শীল জানান, কবিরপুরের শংকর কুমার কুন্ডুর গুদামে অভিযান চালিয়ে প্রায় তিনশ ব্যারেল সয়াবিন তেল মজুত পাওয়া যায়। মূলত এসব ব্যারেলে ৬১ হাজার লিটারের বেশি সয়াবিন তেল ছিল। তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর ব্যবসায়ী রাজ কুন্ডুর গুদামে ২০ ব্যারেলে ৪ হাজার ৮০ লিটার তেল মজুত পাওয়া যায়। তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব তেল মজুত করে তারা চড়া দামে বিক্রি করছিল বলে অভিযোগ রয়েছে।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা জানান, মজুত এসব তেল তিন দিনের মধ্যে সরকার নির্ধারিত দামে বিক্রি করতে ব্যবসায়ীদের বলা হয়েছে।

বুরহান/এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে