Dr. Neem on Daraz
Victory Day

লামায় ইট বোঝাই ট্রাক খাদে, নিহত ২


আগামী নিউজ | বান্দরবান প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৬, ২০২২, ১২:২৯ এএম
লামায় ইট বোঝাই ট্রাক খাদে, নিহত ২

ছবিঃ আগামী নিউজ

বান্দরবানঃ জেলার লামা উপজেলায়  ট্রাক উল্টে পাহাড়ের খাদে পড়ে  দুই শ্রমিক নিহত ও ৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ মার্চ) রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা শামুকছড়া এলাকার রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় লামা ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকি আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তবে তারা সবাই নোয়াখালী থেকে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায় ইটভাটায় কাজ করতে যাচ্ছিলেন।

প্রত্যেক্ষদর্শী মো. এরশাদ ও নাজিম উদ্দিন বলেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকার কাঁঠালছড়াস্থ ‘পিবিএন’ ব্রিকফিল্ড থেকে ইটবোঝাই করে ট্রাকটি চকরিয়া যাচ্ছিল। এ সময় কিছুদূর আসার পরে ইয়াংছা শামুকছড়া ব্রিজের পাশে ট্রাকটি খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা শ্রমিকরা ট্রাক ও ইটের নিচে চাপা পড়েন।

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতালে চকরিয়া থানা থেকে পুলিশের একটি টিম গেছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আমাদের হেফাজতে আছে। চালক পলাতক রয়েছেন।

উথোয়াইচিং মারমা/এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে