Dr. Neem on Daraz
Victory Day

সুন্দরগঞ্জে রাস্তার মাটি কেটে নেয়ার অভিযোগ


আগামী নিউজ | সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ১০:৫০ এএম
সুন্দরগঞ্জে রাস্তার মাটি কেটে নেয়ার অভিযোগ

গাইবান্ধাঃ জেলার সুন্দরগঞ্জে চলাচলের রাস্তা থেকে মাটি কেটে জমিতে নেয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এতে ওই গ্রামের ৯ পরিবারের লোকজনের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। এ ঘটনায় নজরুল ইসলাম নামের এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে তাহের আলম ও তাজুল ইসলাম তাদের লোকজনসহ জনসাধারণের চলাচলের ৯ ফিট প্রস্থের রাস্তার মাটি কোদাল দিয়ে কেটে তাদের জমিতে নিয়েছেন। এছাড়াও ওই রাস্তার পাশে তাদের পুকুর রয়েছে। রাস্তা ও রাস্তার সীমানা খুঁটি তাদের পুকুরে ধ্বসে গেলেও রাস্তা রক্ষার জন্য তারা কোন ব্যবস্থা নেননি। ফলে চলাচলের রাস্তাটি এখন সরু হয়ে মাত্র ৩ ফিট হয়েছে। রাস্তাটি দিয়ে প্রায় ৯ পরিবারের লোকজনসহ মসজিদে নামাজ পড়তে যাওয়া শতাধিক মুসল্লির চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। 

স্থানীয়রা জানায়, জনসাধারণের চলাচলের জন্য ওই গ্রামের মৃত ভোলা মুন্সীর ছেলে নজরুল ইসলাম ও তার ওয়ারিশরা সম্প্রতি ৬ শতক জমি রাস্তাটি রেকর্ডভূক্ত করতে ওয়াকফো করে দেয়। এতে তাহের আলমগং ক্ষিপ্ত হয়ে জনসাধারণের চলাচলের একমাত্র রাস্তা থেকে মাটি কেটে নেয়।
সরেজমিন গিয়ে দেখা যায়, রাস্তার মাটি কেটে নেওয়ায় ওই এলাকার ৯টি পরিবারের লোকজন প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে। এছাড়াও, আশপাশের পাড়া থেকে মসজিদে নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের একমাত্র চলাচল করার রাস্তা সংকুচিত হওয়ায় চরম বিপাকে পড়েছে এলাকাবাসী। এ অবস্থায় বিকল্প রাস্তা না থাকায় কোনো রকম সংকুচিত রাস্তা দিয়েই চলাচল করতে হচ্ছে। রাস্তাটি সরু হওয়ায় শুধু বাইসাইকেল ছাড়া আর কোন ধরনের যান চলাচল করছে না। রাস্তা দিয়ে স্কুলভ্যান যাতায়াত করতে না পারায় চরম বিপাকে পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। এমনকি রাস্তার মাটি কেটে নেওয়ার সময় স্থানীয়রা বাঁধা দিলে উল্টো গালিগালাজ ও হুমকি দেন ওই প্রভাবশালীরা। রাস্তাটি দ্রুত চলাচলের উপযোগী করার দাবি স্থানীয়দের।

এ ব্যাপারে সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, 'খুব শীঘ্রই সরেজমিনে গিয়ে রাস্তাটি পরিমাপ করা হবে। সেই সাথে রাস্তাটি দিয়ে যেন লোকজন নির্বিঘ্নে চলাচল করতে পারে সে ব্যবস্থা নেওয়া হবে।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ বলেন, ‘রাস্তার মাটি কেটে নেওয়ার একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।’

সুদীপ্ত শামীম/এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে