Dr. Neem on Daraz
Victory Day

খোকসায় নবনির্বাচিত ১০৮ ইউপি সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত


আগামী নিউজ | কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০২:৪৫ পিএম
খোকসায় নবনির্বাচিত ১০৮ ইউপি সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত

কুষ্টিয়াঃ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে নির্বাচন কমিশন কর্তৃক চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার খোকসা উপজেলার ১০৮ জন ইউনিয়ন পরিষদের সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সদ্য নির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্যপদে ৮১ জন ও সংরক্ষিত মহিলা আসনে ২৭ জন সদস্যসহ মোট ১০৮ জন সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইসহাক আলী।

করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা মিলনায়তনে দীর্ঘদিন পরে উপজেলার নয়টি ইউনিয়নের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মামুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা নির্বাচনী কর্মকর্তা রাশেদুল আলম ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক।

এছাড়াও শপথগ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলার নয়টি ইউনিয়নের চেয়ারম্যান গান সহ সদ্য নির্বাচিত সদস্যদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। 

আগামীনিউজ/এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে