Dr. Neem on Daraz
Victory Day

দুপচাঁচিয়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সভা অনুষ্ঠিত


আগামী নিউজ | দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ০৫:৫৫ পিএম
দুপচাঁচিয়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সভা অনুষ্ঠিত

ছবিঃ আগামী নিউজ

বগুড়াঃ জেলার  দুপচাঁচিয়া উপজেলায় বুধবার (১৯ জানুয়ারী)  দুপুরের দিকে নারী ও শিশু নির্যাতন প্রতিরাধে পৃথক তিনটি সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত সভাসমূহে সভাপতিত্ব করেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহির।

দুপচাঁচিয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভায় বক্তব্য দেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, যুব উনয়ন কর্মকর্তা নুরুল হুদা, সমাজসেবা কর্মকর্তা ফিরাজ শাহ্, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা আল-মামুন, প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, জেন্ডার প্রোমটার শারমিন নাহার, প্রেসক্লাব সভাপতি গোলাম ফারুক প্রমূখ।

সমগ্র সভাটি পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন।

সভায় বক্তৃতা শেষে  ৮ টি ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভাপতির নিকটন ৮ সেট হারমোনিয়াম ও তবলা প্রদান করা হয়।

অপরদিকে, গ্রাম বিকাশ সংস্থা (জিবিএস) এর আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির ত্রৈমাসিক সভায় নির্যাতন রুখতে বক্তব্য দেন উল্লেখিত কর্মকর্তারা ।

ওই সভা পরিচালনা করেন বগুড়া কমবেটিং জেন্ডার বেজড ভায়োলেন্স প্রকল্পের সমন্বয়কারী সাহলিয়া আকতার।

পরে একই সভাকক্ষে লিগ্যাল এইড কমিটির দ্বি-মাসিক সভা লাইট হাউজের সমন্বয়কারী সালমা আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

আগামীনিউজ/শরিফ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে