Dr. Neem on Daraz
Victory Day

দুপচাঁচিয়ায় নমুনা পরীক্ষায় আগ্রহ নেই, উপেক্ষিত স্বাস্থ্য বিধি


আগামী নিউজ | দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২, ০৫:৩১ পিএম
দুপচাঁচিয়ায় নমুনা পরীক্ষায় আগ্রহ নেই, উপেক্ষিত স্বাস্থ্য বিধি

ছবিঃ আগামী নিউজ

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় করোনা শনাক্তে আগ্রহ মিলছে না  নমুনা পরীক্ষায়। সেইসাথে চলমান স্বাস্থ্যবিধি মেনে চলায় পরিলক্ষিত হচ্ছে উপেক্ষা।

দেশব্যাপী করোনা শণাক্তের শতকরা হার ২০ অতিক্রম করলেও দুপচাঁচিয়া উপজেলায় জনসাধারনের নেই তেমন ভ্রুক্ষেপ। মাস্ক ছাড়াই পরিবাহিত হচ্ছে জনচলাচল।

দুপচাঁচিয়া উপজেলা ঘনজনবসতিপূর্ণ হওয়ায় করোনা দ্রুত ছড়িয়ে পড়ার আশংকা করছেন কেউ কেউ। তাছাড়া এই উপজেলায় বড় বড় হাটবাজার থাকায় এবং গ্রামীন এলাকায় নগরায়ন ঘটার ফলে সামাজিক সংক্রমন তৈরির সম্ভবনা রয়েছে যথেষ্ট।

দুপচাঁচিয়া উপজেলা হেড কোয়ার্টার এবং  জনগুরুত্বপূর্ণ  এলাকা ঘুরে এক পর্যবেক্ষনে দেখা গেছে, ১৩ জানুয়ারী থেকে কার্যকর হওয়া ১১ দফা বিধি নিষেধের বাস্তবায়ন নেই বললেই চলে।

এদিকে, করোনার নমুনা পরীক্ষায় জনগণের আগ্রহ সম্পর্কে খোঁজ নিতে গেলে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট -ইপিআই রফিকুল ইসলাম জানান, করোনা সংক্রমনের মাত্রা বৃদ্ধি পেলেও নমুনা পরীক্ষায় তেমন আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না। ১ জানুয়ারী থেকে ১৮ জানুয়ারী পর্যন্ত নমুনা পরীক্ষা করিয়েছেন মাত্র ৩ জন।

আগামীনিউজ/শরিফ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে