Dr. Neem on Daraz
Victory Day

সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচীর উদ্বোধন


আগামী নিউজ | সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ০৭:১৭ পিএম
সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচীর উদ্বোধন

ছবিঃ আগামী নিউজ

গাইবান্ধাঃ জেলার সুন্দরগঞ্জে ১২ বছর থেকে ১৮ বছর পর্যন্ত শিক্ষার্থীদের কোভিড-১৯ প্রতিরোধে ফাইজারের টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

শনিবার উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও জাপার অতিরিক্ত মহাসচিব (রংপুর) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. আবুল ফাত্তাহ, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহিল জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মু. মাহমুদ হোসেন মণ্ডল, এসকেএস ফাউন্ডেশনের মমতা প্রকল্পের টেকনিক্যাল অফিসার রনজিৎ কুমার পাল, উপজেলা জাপার সিনিয়র সহ-সভাপতি মো. আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান মন্ডল, রামজীবন ইউনিয়ন জাপার সভাপতি এটিএম এনামুল হক মন্টু, বেলকা জাপার সভাপতি মো. রেজাউল ইসলাম রানা, দহবন্দ ইউনিয়ন জাপার আহ্বায়ক মুন্সী মো. আমিনুল ইসলাম সাজু প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ জানান, শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচীর উদ্বোধনের দিনে ৩ হজার ৫'শ শিক্ষার্থীকে টিকা দেয়ার জন্য ডেকেছি। এ কার্যক্রম আরও ১৫দিন চলবে। ইতোমধ্যে মাধ্যমিক স্তরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা গ্রহণের শিডিউল পাঠানো হয়েছে।

আগামী নিউজ/এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে