Dr. Neem on Daraz
Victory Day

রাঙামাটিতে জোড়া খুনের ঘটনায় থানায় মামলা


আগামী নিউজ | রাঙামাটি প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২, ০৮:০৬ পিএম
রাঙামাটিতে জোড়া খুনের ঘটনায় থানায় মামলা

ফাইল ছবি

রাঙামাটিঃ জেলার  বাঘাইছড়ি উপজেলার জোড়া খুনের ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান বড় ঋষি চাকমাকে প্রধান আসামি করে জেএসএস(সন্তু লারমা)-র ১২ নেতাকর্মীসহ অজ্ঞাত ২০ জনকে আসামি করে ১০ দিন পর বাঘাইছড়ি থানায় মামলা দায়ের করেছেন নিহত ইউপিডিএফ(গণতান্ত্রিক) দলের কমান্ডার জানং চাকমার ছোট ভাই এলিন চাকমা।

বৃহস্পতিবার (৬ জানুয়ারী) রাতে বাঘাইছড়ি থানায় এই মামলাটি দায়ের করা হয়েছে।

বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৯ ডিসেম্বর বুধবার দুপুর পৌনে ১টায় উপজেলার পাকুইজ্জাছড়ি মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই কিলোমিটার এলাকায় জেএসএস(সন্তু) ও ইউপিডিএফ(গণতান্ত্রিক) দু’দলের মধ্যে গোলাগুলি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জেএসএস(সন্তু) সমর্থক তুজিম চাকমা ও ইউপিডিএফ(গণতান্ত্রিক) দলের পরিচালক জানং চাকমা ঘটনাস্থলে নিহত হয়। এবং গোলাগুলিতে আহত হয় এক পথচারী। বর্তমানে ঐ এলাকার প্রতিদিন এ ঘটনার প্রেক্ষিতে এলাকার নিরাপত্তা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

আগামী নিউজ/এসএস 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে