Dr. Neem on Daraz
Victory Day

দুপচাঁচিয়ায় ইউপি নির্বাচন : ভোট দিতে পারবে না প্রজাপতি রানী


আগামী নিউজ | দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২, ০১:২১ পিএম
দুপচাঁচিয়ায় ইউপি নির্বাচন : ভোট দিতে পারবে না প্রজাপতি রানী

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় ৫ টি ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণ ভোটগ্রহন চলছে। প্রতিটি নির্বাচনে ভোট দিতে পারলেও জীবিত প্রজাপতি রানী (৭০) কে ভোটার তালিকায় মৃত দেখানোর ফলে আজ বুধবার ( ৫ জানুয়ারী) ভোট দিতে পারবে না সে।

প্রজাপতি রানী দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আমশট্ট গ্রামের মৃত গিরিশ চন্দ্র বর্মনের স্ত্রী। তার জাতীয় পরিচয় পত্রের নম্বর ১০১৩৩৪০৬৮৪৫০৯।  তবে কেন তাকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম কর্তন করা হয়েছে তা জানে না সে। ভোটার তালিকায় মৃত দেখানোর ফলে বয়স্ক ভাতা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি করোনার টিকা নিতেও পারছে না প্রজাপতি।

প্রজাপতি রানী বলেন, প্রতিটি নির্বাচনে ভোট দিয়েছি। আমার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ায় আমি বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসের একজন দ্বায়িত্বশীল ব্যক্তি জানায়, আবেদন করলে প্রজাপতি রানীর নাম ভোটার তালিকায় সচল করার ব্যবস্থা নেওয়া হবে।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে