Dr. Neem on Daraz
Victory Day

ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ


আগামী নিউজ | ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২১, ০৪:০৩ পিএম
ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ছবি: আগামী নিউজ

ঠাকুরগাঁও: দুস্থ, অসহায় ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বুধবার সদর উপজেলার পৌর শহরের মুসলিমনগরে ইলামিক রিলিফ বাংলদেশের ঠাকুরগাঁও ফিল্ড অফিস চত্বরে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

ইসলামিক রিলিফ বাংলাদেশ জেলা ফিল্ড অফিসের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে এ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার ও ফিল্ড অফিস ইনচার্জ মো: নুর নবীর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মোঃ মনসুর আলী, ঠাকুরগাঁও পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা, সংস্থার কমিউনিটি মবিলাইজার সামসুল হক, আখতারুজ্জামান, সেলিনা আক্তার প্রমুখ। 

এ সময় শিতবস্ত্র হিসেবে প্রত্যেক পরিবারকে ২টি কম্বল, ২টি শাল চাদর, ১টি হুডির আইটেম মোট প্রায় ৮০০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে