Dr. Neem on Daraz
Victory Day

হার্ট অ্যাটাকে মৃত্যু পরাজিত প্রার্থীর


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ১০:১৮ এএম
হার্ট অ্যাটাকে মৃত্যু পরাজিত প্রার্থীর

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামঃ গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচন শেষ হওয়ার পরদিন বিকেলে হার্ট অ্যাটাক করে এক মেম্বার প্রার্থী মৃত্যুবরণ করেছেন।মৃত নুর আলম জেলার রাজারহাট উপজেলার চাকিরপশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য পদে টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।

ভোটের পরদিন তিনি হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে পড়েন।সোমবার বিকেলে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্থানীয় লোকজন ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে নুর আলম অনেক টাকা খরচ করেন। টাকা খরচ করেও পরাজিত হওয়ায় সোমবার সকালে স্থানীয় লোকজনের সঙ্গে তার বাগবিতণ্ডাও হয়। এরই একপর্যায়ে নুর আলম অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তিনি মারা যান।

এ ব্যাপারে রাজারহাট থানার ওসি রাজু সরকার জানান,তার পরিবারের কাছে তিনি জানতে পান নুর আলম হার্টের সমস্যায় ভুগছিলেন। ভোটে পরাজিত হয়ে তার হার্ট অ্যাটাক হয়ে থাকতে পারে বলে জানান তিনি।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে