Dr. Neem on Daraz
Victory Day

আশুলিয়ায় ময়লা পানির ট্যাংকিতে পড়ে শিশুর মৃত্যু


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১, ১০:৩৯ পিএম
আশুলিয়ায় ময়লা পানির ট্যাংকিতে পড়ে শিশুর মৃত্যু

ছবি: আগামী নিউজ

ঢাকা: সাভারের আশুলিয়ায় ময়লা পানির ট্যাংকে পড়ে মুস্তাফিজুর রহমান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে আশুলিয়ার ভাদাইল পূর্বপাড়া এলাকার সাত্তার হাওলাদারের বাড়ির পানির ট্যাংক থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে সকাল ১০ টার দিক থেকেই শিশুটি নিখোজ ছিল। পরে এলাকায় মাইকিংয়ের প্রস্তুতিও নেওয়া হয়। পরে পরিবারের সন্দেহ হলে ওই ট্যাংকে খুজে শিশুটির মরদেহ দেখতে পায়। 

নিহত শিশু মুস্তাফিজুর রহমান (৭) নওগা জেলার বাঘমারা থানার বাঘমারা গোবিন্দ পাড়া এলাকার আবু বক্করের ছেলে। সে তার বাবা-মায়ের সাথে আশুলিয়ার ভাইদাইল এলাকায় বাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে শিশুটি নিখোঁজ হলে অনেক খোঁজা খুজি করে না পেয়ে সকলের ধারণার ভিত্তিতে পানির ট্যাংক বা ময়লার ট্যাংক সেচতে শুরু করেন। পরে নিহত শিশুর হাত দেখতে পেলে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে নিহত শিশুর লাশ উদ্ধার করে।

ওই পানির ট্যাংকের মুখ খোলা রাখার কারণে এ দূর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ময়লা পানির ট্যাংকির গর্তে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে