Dr. Neem on Daraz
Victory Day

কালীগঞ্জে সকাল থেকেই কেন্দ্রে ভোটার ব্যাপক উপস্থিতি


আগামী নিউজ | মোক্তার হোসেন, গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ১২:২৫ পিএম
কালীগঞ্জে সকাল থেকেই কেন্দ্রে ভোটার ব্যাপক উপস্থিতি

ছবি: আগামী নিউজ

গাজীপুর: জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকাল থেকে ভোটারদের ব্যাপক উপস্তিতির মধ্য দিয়ে ভোট গ্রহন চলছে। সকাল ১০ টায় ওই ইউনিয়নের বিরুয়া নলছাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় নারী ভোটারদের একাধিক দীর্ঘ লাইন। ভোট প্রদান করে বের হওয়া ভোটারদের সংখ্যা কম। অনেক ভোটার জানিয়েছেন এক ঘন্টারও বেশি সময় ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

সূজাপুর গ্রামের পীযুষ মন্ডলের স্ত্রী শিল্পী মন্ডল (৫০) জানান, সকাল ৯ টার আগে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন। এক ঘন্টা পর সোয়া ১০ টা বেজে গেলেও ভোট দিতে বুথে প্রবেশ করতে পারেন নি। 

এক'ই গ্রামের বিশ্বনাথ মন্ডলের স্ত্রী স্বরস্বতি রাণী মন্ডল (৪৫) একই অভিযোগ করে বলেন, ভোট গ্রহনের গতি কম। 

নলছাটা গ্রামের গঙ্গারাম মনি (১১০)  তার নাতি বলারাম মন্ডলের কুলে চড়ে লাইনে না দাড়িয়ে ভোট দিতে পেরেছেন। নাতির সহযোগীতায় ভোট দিতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

লুদুরিয়া গ্রামের আকালি রোজারিওর স্ত্রী জামিনি রোজারিও (৯০) বলেন, বয়োবৃদ্ধ হওয়ায় লাইন ছাড়াই বুথে প্রবেশ করে ভোট দিতে পেরছেন।

বিরুয়া নলছিটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাকিউল ইসলাম জানান, মোট ভোটার ২০৭৯ জন। এ কেন্দ্রে সকাল ১০ টা পর্যন্ত ২৩% ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ৩ টি কক্ষে ৬ টি বুথের মাধ্যমে ভোট গ্রহন চলছে। ভোট গ্রহন যেন স্বাভাবিক গতিতে হয় সেই চেষ্টা অব্যাহত আছে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে