Dr. Neem on Daraz
Victory Day

ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু 


আগামী নিউজ | নীলফামারী প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১, ০১:১২ পিএম
ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু 

ছবি: আগামী নিউজ

নীলফামারী: জেলার জলঢাকা উপজেলায় টেংগনমারী-মীরগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় আফিজার রহমান (৪৫) নামে এক আলু ব্যবসায়ী যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার (১৯ ডিসেম্বর) রাতে টেংগনমারী-মীরগঞ্জ সড়কের মীরগঞ্জ কালকেও এলাকায় এ দুৰ্ঘটনা ঘটে। 

নিহত আফিজার রহমান উপজেলার কাঁঠালি  ইউনিয়নের পশ্চিম কাঁঠালি (নেয়াহাট) এলাকার আছিমুদ্দিনের ছেলে। 

স্থানীয় সুত্রে জানা যায়, আফিজার রহমান একজন আলু ব্যবসায়ী তিনি নীলফামারী সদরের কচুকাটা বাজার হতে আলুর টাকা কালেকশনের জন্য একটি অটোভ্যান যোগে মীরগঞ্জ যাওয়ার পথে ট্রাকের সাথে ধাক্কা লাগে এতে অটোভ্যানের  যাত্রী আফিজার রহমান সড়কে পড়ে যায়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে আফিজারের মৃত্যু হয়।

ডিমলা এল এসডি চাল বোঝাই ট্রাক যার রেজিট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-১১৯৭৯৯

মীরগঞ্জ  পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃআব্দুর রহীম  বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করেছি এবং ট্রাকটিকে আটক করতে পেরেছি  তবে চালক থাকলেও হেলপার পালিয়ে যান।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে