Dr. Neem on Daraz
Victory Day

ইউপি নির্বাচন উপলক্ষে মধুখালীতে আ.লীগের উঠান বৈঠক


আগামী নিউজ | মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ০৪:৪১ পিএম
ইউপি নির্বাচন উপলক্ষে মধুখালীতে আ.লীগের উঠান বৈঠক

ছবি: আগামী নিউজ

ফরিদপুর: জেলার মধুখালীতে আগামী ৫ জানুয়ারী রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামীলীগ দলীয়  প্রার্থীকে  নির্বাচিত করার লক্ষ্যে  ইউনিয়ন আওয়ামীলীগের  উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আঃ সত্তার শেখের সভাপতিত্বে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোঃ মোতালেব হোসেন মৃধার বাড়ীর আঙ্গীনায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে নির্বাচনী কৌশল ও প্রার্থীকে বিজয়ীর করার লক্ষ্যে বিভিন্ন  দিকনির্দেশনা দিয়ে প্রধান অতিথির  বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের  সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু।

এ সময় বক্তব্য রাখেন প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোঃ মোতালেব হোসেন মৃধা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক খন্দকার মোঃ শাহজাহান, উপজেলা কৃষকলীগের সহসভাপতি হাজী ওয়াদুদ খান বাদশাহ, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি  আমুজ্জামান খান মিষ্টার, যুগ্ম সাধারন সস্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহজাহান হেলাল, প্রচার সম্পাদক রেজাউল করিম,মোঃ বাশার হোসেন, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ বাদশা সহ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকগন।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে