Dr. Neem on Daraz
Victory Day

বাস চাপায় স্কুল ছাত্রী নিহত


আগামী নিউজ | মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২১, ০৫:৩৭ পিএম
বাস চাপায় স্কুল ছাত্রী নিহত

ছবি: আগামী নিউজ

ফরিদপুর: জেলার মধুখালী উপজেলায় যাত্রীবাহী দ্রুতগামী এম এম পরিবহনের একটি যাত্রীবাহি বাসের চাপায় সাজেদা পারভীন (১২) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রইচননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে। 

নিহত স্কুল ছত্রীরসাজেদা পারভীন (১২) উপজেলার রায়পুর ইউনিয়নের দামোদরদী গ্রামের বকুল শেখের কন্যা। 

স্থানীয়রা জানায়, ওই স্কুল ছাত্রী এ বছর দামোদরদী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি থেকে উত্তীর্ণ হয়ে মধুখালী রইচননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য গ্রামের অন্য ছাত্রীর সাথে বিজয় দিবসের অনুষ্ঠান দেখতে আসে পরে ভর্তিচ্ছুক বিদ্যালয় দেখতে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাসটি (ঢাকা মেট্রা ব-১৫-৪৬৮৩) আটক করেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, সকালে সে ফুফাতো বোনের সাথে মধুখালী উপজেলা সদরে ১৬ ডিসেম্ববারের অনুষ্ঠান দেখতে এসে এ সড়ক দূর্ঘটনার প্রাণ হারান।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে