Dr. Neem on Daraz
Victory Day

মেঘনায় অবৈধ বেহুন্দি জাল জব্দ


আগামী নিউজ | দৌলতখান (ভোলা) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ০৫:১১ পিএম
মেঘনায় অবৈধ বেহুন্দি জাল জব্দ

ছবি: আগামী নিউজ

ভোলা: জেলার দৌলতখানে ৭ টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। 

বৃহস্পতিবার সকালে সুকদেব মোড় এলাকায় ব্যাটারিচালিত একটি অটো থেকে এসব জাল জব্দ করা হয়। 

জব্দ করা জালের মূল্য দেড় লাখ টাকা। দুপুরে ওইসব জাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তারেক হাওলাদারের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, কাউন্সিলর রিপন প্রমূখ। 

মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুকদেব মোড় এলাকায় পরিবহনের সময় একটি ব্যাটারিচালিত অটো থেকে অবৈধ ৭ টি বেহুন্দি জাল জব্দ করা হয়। হাতিয়া থেকে ওই জাল ভোলার মেঘনা নদীতে পাতার জন্য আনা হয়েছিল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তারেক হাওলাদারের উপস্থিতে জব্দকরা জাল পুড়িয়ে নস্ট করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে