Dr. Neem on Daraz
Victory Day

বেতাগীতে ভরা মৌসুমেও সবজির দাম চড়া


আগামী নিউজ | বেতাগী প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ০৩:৫৪ পিএম
বেতাগীতে ভরা মৌসুমেও সবজির দাম চড়া

ছবিঃ আগামী নিউজ

বরগুনাঃ জেলার বেতাগীতে ভরা মৌসুমেও সবজির দাম চড়া। বাজারে প্রচুর পরিমানে শীতের সবজি সরবরাহ থাকলেও দামে ছাড় দিচ্ছেন না বিক্রেতারা। কষ্টে কাটাচ্ছে  নিম্ন আয়ের মানুষ।  

দেড়লাখ জনসংখ্যা অধ্যুষিত উপকূলীয় এ উপজেলার বেতাগী পৌর শহরে বুধ ও শনিবার সপ্তাহে দুই দিন বাজার বসে। শনিবার সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়,  স্বাভাবিকভাবে শীতের সময় যত ঘনিয়ে আসবে ততই বাজারে সবজির দাম কমে যাওয়ার কথা কিন্ত সবজির এ ভরা মৌসুমেও সেখানে গত হাঁটের চেয়ে শনিবারের এ হাঁটে প্রতিটি সবজির দাম ছিল চড়া। 

গত বুধবারের বাজােেরর দিন  প্রতি কেজি সালগম ছিল ৪৫ থেকে ৫০ টাকা তা বেড়ে এ হাঁটে  বিক্রি হচ্ছে ৬০, সিম,  ফুলকপি ও বাঁধা কপির ও দাম বেড়েছে  একই হারে।  লাউ শাক আঁটি ৪০ টাকার স্থলে  ৫০ টাকা, পাশাপাশি গত হাঁটের চেয়ে পিয়াজ ৫ টাকা বেড়ে ৫৫ টাকা , বাজারে নতুন আলুর সরবরাহ নেই। পুরাতন আলু তবুও দাম বৃদ্ধি পেয়েছে ৫ টাকা। লাল শাক, করলা, পটল, বেগুন, বরবটি, শসা, লেবু,কাঁচা কলা হালি, রসুন, আঁদা  সব কিছুরই দাম বেড়েছে। 

বাজার করতে আসা গৃহকর্তা কাজী শহীদুল ইসলাম  বলেন, সব কিছুর দাম বেশি হওয়ায় নিম্ন আয়ের মানুষের সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে।  

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন, আবহাওয়া ভাল থাকেেল কয়েক আগামী সপ্তাহের মধ্যে  সবজির দাম কমতে পারে। 

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে