Dr. Neem on Daraz
Victory Day

রাজারহাটে কৃষি উপকরণ বিতরনের উদ্ধোধন


আগামী নিউজ |  রাজারহাট প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১, ০৫:২৯ পিএম
রাজারহাটে কৃষি উপকরণ বিতরনের উদ্ধোধন

ছবিঃ আগামী নিউজ

কুড়িগ্রামঃ জেলার রাজারহাটে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৩হাজার ৩শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রবিশষ্য বীজ ও সার সহ কৃষি উপকরন বিতরনের উদ্ধোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম।

মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম মন্ডল সাবু,রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ অনেকে। রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা শম্পা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা শেষে কৃষি উপকরণ বিতরনের উদ্ধোধন করা হয়। এরমধ্যে উপজেলার নদী ভাঁঙ্গন কবলিত বিদ্যানন্দ ও ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নে বন্যা ও নদী ভাঁঙ্গনে ক্ষতিগ্রস্থ এলাকার কৃষকদের প্রাধান্য দেয়া হয়েছে বলে জানা গেছে।

আগামীনিউজ/নাসির 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে