Dr. Neem on Daraz
Victory Day

ফুলবাড়ীতে শ্যামা পূজা ও দীপাবলী উৎসব অনুষ্ঠিত


আগামী নিউজ | কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১, ১১:৪৫ পিএম
ফুলবাড়ীতে শ্যামা পূজা ও দীপাবলী উৎসব অনুষ্ঠিত

ছবিঃ আগামী নিউজ

কুড়িগ্রামঃ সারাদেশের মতো কুড়িগ্রামের ফুলবাড়ীতে  হিন্দু সম্প্রদায়ের অন্যতম র্ধমীয় অনুষ্ঠান শ্রী শ্রী শ্যামাপূজা ও দীপাবলী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

উৎসবকে ঘিরে প্রতিবছরের ন্যায় ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় কালী মন্দিরে  ভক্তদের পদচারনায় মুখর হয়ে উঠে।হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের প্রয়াত স্বজনের আত্মার শান্তি কামনায় মোমবাতী ও প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছেন।সন্ধ্যা থেকে মধ্যেরাত পর্যন্ত এ পূজা অনুষ্ঠিত হয় । রাত এগারোটায় শ্যামা মায়ের সামনে পর পর ১৬ পাঠা বলি দেওয়া হয়।

সনাতন হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস, শ্যামা মায়ের পূজা অর্চনা করলে মৃত ব্যক্তির আত্মা শান্তি লাভ করে। তাই স্বজনহারা ব্যক্তিরা সমাধী বেদীতে প্রদীপ জ্বেলে সৃষ্টিকর্তার কাছে হারানো স্বজনদের জন্য স্বর্গীয় সুখের প্রার্থনা করেন।

আগামীনিউজ/শরিফ  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে