Dr. Neem on Daraz
Victory Day

হরিরামপুরে ছাত্রলীগ নেতাকে অব্যাহতি


আগামী নিউজ | হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১, ০৭:৫৫ পিএম
হরিরামপুরে ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

ছবি: আগামী নিউজ

মানিকগঞ্জ: দলীয় আদর্শ ও সংগঠন বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান রাকিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

রবিবার (২৪ অক্টোবর) মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রাকিবকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, "দলীয় আদর্শ ও সংগঠন বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে রাকিবুল হাসান রাকিবকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হলো এবং তদন্ত সাপেক্ষে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নিকট সুপারিশ করা হলো।"

রাকিবকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম বলেন, দলে থেকে এমন কিছু করা যাবেনা যা দলীয় গঠনতন্ত্র বহির্ভূত। সারাদেশে বিএনপি-জামায়াতের যে উস্কানিমূলক এজেন্ডা চলছে, সেই বিষয়ে জড়িত থাকার অভিযোগে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে