Dr. Neem on Daraz
Victory Day

মধুখালীতে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা


আগামী নিউজ | মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ০৭:৫৮ পিএম
মধুখালীতে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা

ছবি: আগামী নিউজ

ফরিদপুর: সোশাল ইকোনমিক রিইন্টিগ্রেশন অব রিটার্নি মাইগ্রেট ওয়ার্কার্স অব বাংলাদেশ- ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় 'মধুখালী উপজেলার গাজনা ইউনিয়ন পরিষদে 'নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ' শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার গাজনা ইউনিয়ন পরিষদের হলরম্নমে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অনন্ত্ম কুমার বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া। 

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সেক্টর স্পেশালিষ্ট মো. আব্দুল মজিদের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার চক্রবর্তী, উপসহকারি কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপসহকারি মেডিকেল অফিসার আশিকুর জামান, মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মির্জা ইকবাল মোর্শেদ, ইউপি সদস্য মো. নজরুল ইসলাম, আদর আলী, আবু বক্কার শেখ, অলেমান বিশ্বাস, হামিদুর রহমান, মনিরম্নল ইসলাম মন্নু, আলিম মোল্যা, খবিরউদ্দিন মোল্যা, রাবেয়া বেগম, বিদেশ ফেরত মহিদুল ইসলাম, ওয়াজেদ শেখ প্রমুখ। 

কর্মশালায় ইউপি সদস্যবৃন্দ, বিদেশ হতে ফেরত বেশকিছু জনসাধারন উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে