Dr. Neem on Daraz
Victory Day
ইউপি নির্বাচন

কাপ্তাই, বরকল ও বিলাইছড়িতে নৌকা পেলেন যারা


আগামী নিউজ | রাঙামাটি জেলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ১২:৪৭ পিএম
কাপ্তাই, বরকল ও বিলাইছড়িতে নৌকা পেলেন যারা

ফাইল ছবি

সরকারের নির্ধারিত সময় মোতাবেক ২য় ধাপে আগামী ১১ নভেম্বর রাঙামাটির জেলার কাপ্তাই, বরকল ও বিলাইছড়ি উপজেলার সকল ইউনিয়নের নির্বাচন অনুষ্টিত হবে। ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে প্রার্থীদের জেলা ও কেন্দ্রীয় ভাবে অনেক দৌড়ঝাপটা পেরিয়ে অবশেষে অবসান ঘটলো গত ১২ অক্টোবর মঙ্গলবার রাতে আওয়ামীলীগের স্থানীয় মনোনয়ন বোর্ড সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে মনোনয়ন বোর্ড ৯ প্রার্থীর নাম চূড়ান্ত করেন। আগামী ১১ নভেম্বর এসব ইউপিতে প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দীতা করবেন।

এদিকে ইউপি নির্বাচনে দলীয় মনোনয়নে প্রার্থী ঘোষনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মনে অসন্তোষ দেখা দিয়েছে। বরং দলীয় কোন্দলের কারনে নানামুখী সমস্যা সৃষ্টি হতে পারে বলে সংশয় প্রকাশ করেছন এলাকার স্থানীয় বাসিন্দারা। 

অপরদিকে ইউপি নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের প্রধান আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস)-র এ ব্যাপারে এখনো কোন বিরূপ প্রতিক্রিয়া ও মন্তব্য প্রকাশ করেনি। তবে অনেকের মতে, এবারের ইউপি নির্বাচনে স্বাধীনতার ভিত্তিতে যেকেউ প্রতিদ্বন্দ্বীতা করতে পারবেন বলে জানাগেছে। 

আগামী ১১ নভেম্বর ২য় ধাপে ইউপি নির্বাচনে রাঙামাটি জেলার ৩টি উপজেলার আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয়ভাবে নৌকা প্রার্থী হিসেবে চুড়ান্তভাবে ১১ জনকে কেন্দ্রীয়ভাবে আওয়ামীলীগ মনোনয়ন করেছেন। তারা হলেন-

বিলাইছড়ি ইউনিয়নের ভদ্রসেন চাকমা, কাপ্তাই ইউনিয়নের আব্দুল লতিফ, বরকল ইউনিয়নের প্রভাত কুমার চাকমা, ওয়াগ্গা ইউনিয়নের চিরঞ্জীত তংচংঙ্গ্যা, সুবলং ইউনিয়নে পবিত্র চাকমা, আইমাছড়া ইউনিয়নে মো. নাছির উদ্দিন, কেংড়াছড়ি ইউনিয়নে রামাচরন মার্মা, ফারুয়া ইউনিয়নে বিদ্যালাল তনচংগ্যা, বড়থলি ইউনিয়নে সত্য চন্দ্র ত্রিপুরা, রাইখালি ইউনিয়নে থোয়াই সা প্রু, চিৎমরম ইউনিয়নে নেথোয়াই মার্মা।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে