Dr. Neem on Daraz
Victory Day

মধুখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


আগামী নিউজ | মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১, ০৩:৫৩ পিএম
মধুখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ছবি: সংগৃহীত

ফরিদপুর: জেলার মধুখালীতে যাত্রীবাহী পরিবহনে ৩ হাজার ৪শ পিস ইয়াবাসহ ইসমাইল হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আটক ইসমাইল হোসেন (২৫) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভাংগাহাটি গ্রামের মাঃ লতিফ মিয়ার ছেলে।

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকায় র‌্যাব অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে মাদক বিরোধী অভিযান ও সন্দেজনক পরিবহন তল্লাশী করতে থাকে। এ সময় খুলনা থেকে ঢাকাগামী একটি যাত্রবাহী পরিহনে তল্লাসির সময় সন্দেহজনক এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে ও তার নিকটে থাকা ব্যাগের ভিতর ৩ হাজার ৪শপিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় তার নিকট হতে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন ও মাদক বিক্রিত ১ হাজার টাকা উদ্ধার করে তা জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ আসামীকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে