Dr. Neem on Daraz
Victory Day

বকেয়া মজুরি ও গ্র্যাচুইটির দাবিতে মধুখালীতে অবসরপ্রাপ্তদের সমাবেশ


আগামী নিউজ | মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৪:০৩ পিএম
বকেয়া মজুরি ও গ্র্যাচুইটির দাবিতে মধুখালীতে অবসরপ্রাপ্তদের সমাবেশ

ছবি: আগামী নিউজ

ফরিদপুর: পাওনা বকেয়া মজুরি, গ্র্যাচুইটির টাকার পাওয়ার দাবিতে সমাবেশ করেছে মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত  শ্রমিক কর্মচারীরা।

বুধবার দুপুর ১২ টায় চিনিকল রোডের ফুড গোডাউনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী সংগঠনের আহবায়ক মো. আলী আকবর এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিআইসি রেজাউল হক, শহিদুল হক মন্টু, অবসরপ্রাপ্ত সিডিএ আবুল বাসার বাদশা, ছিদ্দিক আলী খান, আবু বক্কার, সিরাজউদ্দিন আবুল হাশেম প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতায় সকল সুগার মিলে যে সমস্ত শ্রমিক কর্মচারীগণ অবসর গ্রহণ করেছে তারা না খেয়ে,বিনা চিকিৎসায় অর্থাভাবে দিন কাটাচ্ছে। অবসর পরবর্তী যে পাওনাদি আছে তা করপোরেশনকে অবিলম্বে প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবি জনান।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে