Dr. Neem on Daraz
Victory Day

মাদক সেবনে বাধা দেয়ায় যুবককে পিটিয়ে হত্যা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১, ১২:২৮ এএম
মাদক সেবনে বাধা দেয়ায় যুবককে পিটিয়ে হত্যা

ছবিঃ সংগৃহীত

পাবনাঃ জেলার ঈশ্বরদীতে মাদক সেবনে বাধা দেয়ায় বিপ্লব ফকির (২৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার বেলা ১১টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিপ্লব ফকির।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিপ্লব ফকির উপজেলার পাকশী ইউনিয়নের চররুপপুর জিগাতলা গ্রামের পান্না ফকিরের ছেলে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, কিছুদিন আগে বিপ্লবের সঙ্গে প্রতিবেশী মাদকসেবী যুবক পলাশ ফকিরের ছেলে শান্তর কথা কাটাকাটি হয়। সে সময় বিপ্লবের চাচা রতন শান্তকে চড়-থাপ্পড় মারেন। এর জেরে শান্ত তখন বিপ্লব ও রতনকে হত্যার হুমকি দেয়।

এ ঘটনার জেরে শুক্রবার রাত ৯টার দিকে শান্ত মোবাইল ফোনে বিপ্লবকে ডেকে নেন। এরপর স্থানীয় একটি বিদ্যালয়ের ছাদে তাকে মুখ বেঁধে রেখে সারারাত ব্যাপক নির্যাতন চালান।

এদিন রাতে অনেক খোঁজাখুঁজি করেও বিপ্লবের পরিবার তার খোঁজ পায়নি। খবর পেয়ে সকাল ৮টার দিকে স্কুলের ছাদ থেকে বিপ্লবকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শান্তর বড় ভাই তহিদুলকে পুলিশ আটক করেছে। অভিযুক্ত শান্ত ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, মরদেহ ময়নাতদন্তের পাবনা মর্গে পাঠানো হবে। অভিযুক্তদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ।

আগামীনিউজ/শরিফ
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে