Dr. Neem on Daraz
Victory Day

মধুখালীতে সড়ক ডিভাইডার যেন মরণ ফাঁদ


আগামী নিউজ | সালেহীন সোয়াদ সাম্মী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৩:৫৫ পিএম
মধুখালীতে সড়ক ডিভাইডার যেন মরণ ফাঁদ

ছবি: আগামী নিউজ

ফরিদপুরঃ জেলার মধুখালীর ঢাকা-খুলনা মহাসড়কের পাট বাজার মোরে একটি রোড ডিভাইডার নির্মাণ করা হয়। কিন্তু সড়ক ও জনপথ বিভাগের ডিভাইডারটি নির্মাণের পর থেকে নিয়মিত সড়ক দুর্ঘটনার পাশাপাশি যানজটের সৃষ্টি হচ্ছে। ডিভাইডার যেন মরণ ফাঁদে পরিনত হয়েছে।

শনিবার ভোরে একটি মাইক্রোবাস ডিভাইডারটির উপর দিয়ে চালিয়ে দিলে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয় । এ সময় গাড়িতে থাকা সকলে আহত হয়। মধূখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

স্থানীয়রা বলছেন, সড়ক দুর্ঘটনারোধে তৈরি করা ডিভাইডার যেনো মরণ ফাঁদে পরিণত হয়েছে। তাই এটি দ্রæত অপসারণ করা দরকার। স্থানটি ঢাকা-খুলনা ও রাজবাড়ী-বালিয়াকান্দী আঞ্চলিক সড়কের মিলিতস্থান হওয়ায় বিভিন্ন গাড়ি ও পাট বাজারের চাপ থাকে।

সাম্প্রতিক সময়ে ডিভাইডারটি নির্মাণের পর থেকে ৮-১০টি ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। রোগীবাহী অ্যাম্বুলেন্স, ট্রাক, বাস, মাইক্রো, মটোরসাইকেল সহ বিভিন্ন জানবাহন  দূর্ঘটনার শিকার হচ্ছে। স

ড়ক ও জনপথ বিভাগ সতর্কীকরণ সাইনবোর্ড টানালেও  ডিভাইডারের কোনো প্রান্তেই নেই স্পিড ব্রেকার ও জেব্রাক্রসিংয়ের চিহ্ন ।

ডিভাইডার অপসারণ বা ত্রুটি সমাধানের বিষয়ে জানতে চাইলে ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বরত এক্সচেঞ্জ ইঞ্জিনিয়ার বলেন, বর্ষা মৌসুম শেষেই ডিভাইডারের উভয় প্রান্তে মহাসড়কের প্রশস্ততা বৃদ্ধির পাশাপাশি ডিভাইডারটি কিছুটা ছোট করা হবে। ফলে খুব সহজেই যানবাহন টার্ন নিতে পারবে এবং দুর্ঘটনা হ্রাস পাবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে