Dr. Neem on Daraz
Victory Day

বাঘায় হ্যাকার চক্রের সদস্য মাদকসহ আটক


আগামী নিউজ | রাজশাহী প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১, ০৮:৪৫ পিএম
বাঘায় হ্যাকার চক্রের সদস্য মাদকসহ আটক

ছবিঃ আগামী নিউজ

রাজশাহীঃ জেলার বাঘায় রাকিবুল ইসলাম মিলন (২৮) নামে হ্যাকার চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বাঘা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

গ্রেপ্তারকৃত মিলন উপজেলার হাবাসপুর এলাকার আবুল কালামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ মিলনকে গ্রেপ্তার হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় হ্যাকিং কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন, দুটি বাটন ফোন ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন কোম্পানির সিম কার্ড এবং নগদ ৭৯ হাজার ৪০০ টাকা। এছাড়া ৫ গ্রাম হেরোইন ও দুই পিচ ইয়াবাও পাওয়া যায় তার কাছে। 

জিজ্ঞাসাবাদে মিলন জানায়, দীর্ঘদিন ধরে হ্যাকিংয়ের মাধ্যমে সে  সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ইফতে খায়ের আলম আগামী নিউজকে বলেন, একটি চক্র বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। সুনির্দিষ্ট অভিযোগের পর পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়। সাম্প্রতিক সময়ে অনলাইনে প্রতারণার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীতেও অভিযান অব্যহত থাকবে।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে