Dr. Neem on Daraz
Victory Day

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ


আগামী নিউজ | সালাহ উদ্দীন খান রুবেল, নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ০৫:৪৪ পিএম
সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ

ছবি: সংগৃহীত

নেত্রকোণাঃ জেলার সীমান্তে অভিযান চালিয়ে প্রায় প্রায় পঁচিশ লক্ষ সাতাশ হাজার আটশত টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল এ.এস.এম জাকারিয়া। 

প্রেস বিজ্ঞপ্তি জানা যায়- নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি)’র অধীনস্থ জেলার দূর্গাপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে অবস্থিত বারমারী বিওপির নায়েব সুবেদার মোঃ মজিবুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের একটি টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৬৪/৪-এস হতে আনুমানিক তিন শত গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীপুর নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতের দিক হতে চোরাকারবারীরা মাথায় করে মালামাল নিয়ে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে ভারতীয় আলিশা শাড়ি- একশত ঊনিশ পিস এবং ভারতীয় সায়মন কাতান শাড়ি- দুই শত সাত পিস জব্দ করা হয়। যার সিজার মূল্য- প্রায় পঁচিশ লক্ষ সাতাশ হাজার আটশত টাকা। 

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল এ.এস.এম জাকারিয়া জানান- জব্দকৃত চোরাচালানী মালামল নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করা হবে, তবে অভিযানে কোনো চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে