Dr. Neem on Daraz
Victory Day

রাঙামাটিতে বিজিবি অভিযানে লক্ষাধিক গোল কাঠ জব্দ


আগামী নিউজ | নিউটন চাকমা,রাঙামাটি জেলা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ১২:৫০ এএম
রাঙামাটিতে বিজিবি অভিযানে লক্ষাধিক গোল কাঠ জব্দ

ছবিঃ আগামী নিউজ

রাঙামাটিঃ জেলার বাঘাইছড়ি উপজেলাধীন মোরঘোনাছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কয়েক লক্ষাধিক অবৈধ সেগুন ও গামারি কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) এ অভিযানটি পরিচালনা করেন বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোন বিজিবি।

জানাগেছে, অবৈধ পথে পাচার করতে একশ্রেণীর চোরাই কারবারি ও ব্যবসায়ীদের যোগসাজশে এসব কাঠ রাখা হয়েছে ধারনা করা হচ্ছে। এতে বিজিবি গোপন সংবাদ পেয়ে ঐ এলাকায় অভিযানে যায়। বিজিরি’র অভিযান টের পেয়ে ওতপেঠে থাকা পাচারকারী দলের কুচক্র ব্যবসায়ীরা কাঠ ফেলে পালিয়ে যায়।

এলাকার আশপাশের তল্লাশি চালিয়ে সেগুন ও গামারি গোল কাঠের সন্ধান মেলে। এতে প্রায় ১৫০ ঘনফুট কাঠ আটক করেন অভিযান পরিচালনাকারী বিজিবি সদস্যরা। জব্দকৃত গোল কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লক্ষাধিক টাকা বলে জানিয়েছে বিজিবি। অভিযান পরিচালনাকালে কাউকে আটক করা যায়নি।

চোরাই পথে অবৈধভাবে কাঠ পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান বিজিবি।  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে