Dr. Neem on Daraz
Victory Day

রাজারহাটে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন 


আগামী নিউজ | রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ০৬:২৫ পিএম
রাজারহাটে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন 

ছবিঃ আগামী নিউজ

কুড়িগ্রাম: জেলার রাজারহাটে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত সাড়ে ৪শত পরিবারের মাঝে কুড়িগ্রাম-০২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ এর ব্যক্তিগত অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। 

শুক্রবার উপজেলার ঘড়িয়াল ডাঁঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ি দাখিল মাদরাসা প্রাঁঙ্গনে উক্ত ইউনিয়নের গতিয়াশাম,চরগতিয়াশাম বগুড়াপাড়া এবং সরিষাবাড়ি গ্রামের ভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে সংসদ সদস্যের প্রতিনিধি আলহাজ্ব আবু সুফিয়ান পাভেল উপস্থিত থেকে এই ত্রাণ সামগ্রী বিতরন করেন।

এসময় রাজারহাট উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব আমজাদ হোসেন,যুগ্ন আহবায়ক ওয়াহেদ সরকার,রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,উপজেলা জাতীয় ছাত্র সমাজ সভাপতি রতন আহমেদ লিটন,জাতীয় পার্টির নেতা স্বপন আহমেদ,আলম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে