Dr. Neem on Daraz
Victory Day

কুড়িগ্রামে শতাধিক কৃষকের মাঝে কৃষি উপকরণ ও গাছের চারা বিতরণ


আগামী নিউজ | জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ০৪:০৪ পিএম
কুড়িগ্রামে শতাধিক কৃষকের মাঝে কৃষি উপকরণ ও গাছের চারা বিতরণ

ছবি : আগামীনিউজ

কুড়িগ্রামঃ জেলার ফুলবাড়ীতে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জনগোষ্ঠীর পুষ্টির মান বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় শতাধিক কৃষকদের মাঝে কৃষি  উপকরণ বিতরণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় উপজেলা চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডঃ মোঃ রুহুল আমিন, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,FAO এর বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট রিপ্রেজেন্টেটিভ প্রোগ্রামার ডঃ নুর আহমেদ খন্দকার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ মোঃ আব্দুল কাদের, কৃষি সম্প্রসারণ বিভাগের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিধু ভূষণ রায়, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি  কুড়িগ্রামের মনজুরুল হক, পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহি কর্মকর্তা সুমন দাসসহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে উপজেলার  শতাধিক কৃষকের মাঝে  কৃষি উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে