Dr. Neem on Daraz
Victory Day

রাঙামাটিতে করোনার ২য় ডোজের টিকা প্রদান


আগামী নিউজ | নিউটন চাকমা, রাঙামাটি জেলা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ০৫:১০ পিএম
রাঙামাটিতে করোনার ২য় ডোজের টিকা প্রদান

ছবি : আগামী নিউজ

রাঙামাটিঃ কোভিড-১৯ মহামারি থেকে রক্ষা পেতে রাঙামাটিতে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে মঙ্গলবার (৭আগষ্ট) সকাল ৯টা থেকে কাপ্তাই উপজেলাধীন ৫টি ইউনিয়নের টিকাদান কেন্দ্রে করোনার ২য় ডোজের গণটিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পার্সন ডাঃ ওমর ফারুক রনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ সকাল ৯ টা হতে কাপ্তাইয়ের ৫ ইউনিয়নের ৫টি কেন্দ্রে মোট ২ হাজার ৮শ' ৫৫ জনের টিকা পাঠানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে টিকাদান কাজে ৬ জন স্বাস্থ্য কর্মী ও ৯ জন উপজেলা স্কাউটস, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা সহযোগিতা করছেন ।

আজ (৭আগষ্ট) মঙ্গলবার সকালে ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের কেআরসি উচ্চ বিদ্যালয়ে গণটিকার ২য় ডোজ প্রদান কার্যক্রম পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মুুনতাসির জাহান। ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ইলিয়াছসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। টিকাদান কেন্দ্রের স্বাস্থ্যবিধি মেনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে   জনগণকে টিকা নিতে দেখা গেছে।

এদিকে ২নং রাইখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক, ৩নং চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইসা অং মারমা, ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ ও ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যার তত্ত্বাবধানে স্ব-স্ব ইউনিয়ন পরিষদের টিকা দান কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মীরা সকাল হতে গণটিকার ২য় ডোজ প্রদান কার্যক্রম পরিদর্শন  করেন। পত্যেক কেন্দ্রে সামাজিক দুরত্ব বজায় রেখে টিকা দেয়া হয়।

কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের কেআরসি স্কুল, ২নং  রাইখালী ইউনিয়ন পরিষদ, ৩নং চিৎমরম ইউনিয়ন পরিষদ, ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ এবং ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়সহ এই ৫টি কেন্দ্রে গনটিকার ২য় ডোজ প্রদান কার্যক্রম পরিচালিত হয়েছে।

অপরদিকে রাঙামাটি জেলাতে নানিয়ারচর, কাউখালীসহ উপজেলা পর্যায়ে করোনার ২য় ডোজের টিকা প্রদান অব্যাহত রয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে