Dr. Neem on Daraz
Victory Day

বরিশালে ইউএনও’র বাড়িতে হামলা মামলায় সব আসামির জামিন


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ০১:০৪ পিএম
বরিশালে ইউএনও’র বাড়িতে হামলা মামলায় সব আসামির জামিন

ফাইল ছবি

ঢাকাঃ বরিশালের সদর উপজেলা নির্বাহীর বাসভবনে হামলার ঘটনায় ইউএনও এবং পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের ১২ নেতাকর্মীর জামিন হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দীর্ঘ শুনানি শেষে ১০ হাজার টাকার বেলবন্ড এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম মাসউদ বাবলু ও তালুকার মো. ইউনুসের জিম্মায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত।

দুপুর সোয়া ১টায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসুম বিল্লাহ এ আদেশ দেন। আদেশে আরও বলা হয় দুটি মামলায় পুলিশের রিপোর্ট দেওয়া পর্যন্ত তারা জামিনে থাকবেন।

পুলিশের মামলায় জামিন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইয়েদ আহমেদ মান্না, অলিউল্লাহ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, মোয়াজ্জেম হোসেন ফিরোজ, লিটন ঘোষ, রাকিব উল ইসলাম রাকিব, শুভ হাওলাদার, শুভ সাহা, আহমেদ শাহারিয়ার বাবু, শাহিনুল ইসলাম সাহিন, হারুন অর রশিদ, মিরাজ গাজী।

ইউএনও’র মামলায় জামিন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, অলিউল্লাহ, মোয়াজ্জেম হোসেন ফিরোজ, শুভ হাওলাদার, শুভ সাহা, আহমেদ শাহারিয়ার বাবু, শাহিনুল ইসলাম সাহিন, হারুন অর রশিদ। এরআগে, দুই মামলায় গত ২৬ আগস্ট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৯ নেতাকর্মী জামিন পান।

কারান্তরীণ আসামিদের পক্ষে গত ২৯ আগস্ট জামিনের আবেদন করেন আইনজীবী তালুকদার মো. ইউনুস। ওই সময় আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক আনিচুর রহমান তাদের জামিন আবেদন গ্রহণ করে ২ সেপ্টেম্বর শুনানির দিন নির্ধারণ করেন। 

প্রসঙ্গত, গত ১৮ আগস্টের হামলা ও সংঘর্ষের ঘটনায় ১৯ আগস্ট ইউএনও মো. মুনিবুর রহমান এবং কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক শাহজালাল মল্লিক বাদী হয়ে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ ও সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসসহ ১১৪ জনের নামোল্লেখ এবং আওয়ামী লীগের অজ্ঞাতনামা ৬০২ জন নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবুসহ ২৩ জনকে গ্রেফতার করে। যার মধ্যে চোখে গুলিবিদ্ধ অবস্থায় দুই জন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। বরিশাল কারাগারে থাকা ২১ জনের মধ্যে এর আগে জামিন পেয়েছেন ৯ জন। বাকি ১২ জনের জামিন হলো আজ। 

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে