Dr. Neem on Daraz
Victory Day

পুলিশের সাথে ডাকাতের গোলাগুলি,এএসআই গুলিবিদ্ধ


আগামী নিউজ | নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১, ০১:২০ পিএম
পুলিশের সাথে ডাকাতের গোলাগুলি,এএসআই গুলিবিদ্ধ

ছবিঃ আগামী নিউজ

নারায়ণগঞ্জঃ জেলার আড়াইহাজারে ডাকাত দলের  সাথে পুলিশের গোলাগুলিতে  আড়াইহাজার থানার এএসআই   সোহরাব হোসেন   গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার রাতে আড়াইহাজার  থানা পুলিশের  একটি টহল টিম এএসআই  সোহরাব হোসেন নেতৃত্বে গোপালদী বাজারে অবস্থা নেয় এসময় পুলিশের উপস্থিতি  জানতে পেরে পুলিশ কে  লক্ষ্য  কয়েক রাউন্ড গুলি করতে থাকে ডাকাতদলের সদস্যরা।

পরে পুলিশ  ও পাল্টা  গুলি করে  এসময় ডাকাতদের গুলিতে এএসআই সোহরাব হোসেন গুলিবিদ্ধ হয়।পরে  আহত এএসআই সোহরাব হোসেন  পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেলে  ভর্তি করেন।

এ বিষয়ে আড়াইহাজার  থানার অফিসার  ইনচার্জ আনিচুর রহমান বলেন  গতকাল  রাতে  আড়াইহাজার থানার গোপালদী বাজারে  স্বর্ণপট্টিতে ডাকাতি  করতে আসা ডাকাতদলের সাথে পুলিশের  গোলাগুলি  হয়েছে এতে পুলিশের  এএসআই সোহরাব হোসেন গুলিবিদ্ধ হয়েছে তাঁকে  আহত অবস্থায় উদ্ধার  করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে