Dr. Neem on Daraz
Victory Day

খোকসায় স্বাস্থ্যবিধি মানাতে মাস্ক বিতরণ করলেন ইউএনও


আগামী নিউজ | হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ০৬:০৭ পিএম
খোকসায় স্বাস্থ্যবিধি মানাতে মাস্ক বিতরণ করলেন ইউএনও

ছবি: আগামী নিউজ

কুষ্টিয়াঃ জেলার খোকসা উপজেলায় করোনা ভাইরাস রোধে স্বাস্থ্যবিধি মানাতে উপজেলার সাধারণ মানুষের মাঝে জরিমানার পরিবর্তে মাস্ক বিতরণ করলেন উপজেলা নির্বাহি অফিসার মাজবাহ্ উদ্দীন।

মঙ্গলবার (৩১ আগষ্ট)  দুপুরে উপজেলা বাসস্ট্যান্ডে, স্থানীয় জানিপুর বাজার ও উপজেলা চত্বরে আগন্ত উপজেলাবাসীর মাঝে করোনার স্বাস্থ্যবিধি মানাতে জরিমানার পরিবর্তে সচেতনতা মূলক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও মাস্ক বিতরণ করেন। 
 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী ও ইউএনও অফিসের কর্মচারিগণ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ্ উদ্দীন বলেন, করোনা মহামারী থেকে খোকসাবাসীকে স্বাস্থ্য সুরক্ষায় আজ সচেতনতা মূলক মাস্ক বিতরণ করলাম। এ সময় স্থানীয় এলাকাবাসী এ উদ্যোগ কে সাধুবাদ জানান।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে