Dr. Neem on Daraz
Victory Day

রৌমারী সীমান্তে বিজিবি ও গরু চোরাকারবারীদের সংঘর্ষ


আগামী নিউজ | রাজীবপুর-রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০৫:২৯ পিএম
রৌমারী সীমান্তে বিজিবি ও গরু চোরাকারবারীদের সংঘর্ষ

ফাইল ফটো

কুড়িগ্রামঃ জেলার রৌমারী উপজেলার চরেরগ্রাম সীমান্তে বাংলাদেশী বর্ডার গার্ড বিজিবি'র সাথে  চোরাকারবারিদের সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে।
 
বুধবার দিবাগত মধ্যে রাতে উপজেলার শৌলমারী ইউনিয়নের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৯ সংলগ্ন এলাকার চরের গ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে।
 
এসময় বিজিবির উপর চোরাকারবারিরা হামলার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে ৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বিজিবি সদস্যরা।
 
দাঁতভাঙা (‌বিও‌পি) একটি নির্ভরশীল সূত্র জানায়, বুধবার দিবাগত মধ্যে রাতে শৌলমারী ইউনিয়নের চরেরগ্রাম সীমান্তে গরু পারাপারের জন্য একদল চোরাকারবারি জড়ো হয়।খবর পেয়ে গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা চোরাকারবারিদের বাধা দেয়। এসময় প্রায় ৫০ জনের মত চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ঘিরে ধরে এবং ঢিল ছুড়তে থাকলে বিজিবি ও চোরাকারবারিদের সাথে সংঘর্ষ লেগে যায়।নিজেদের আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছুড়লে পালিয়ে যায় চোরাকারবা‌রিরা।
 
এঘটনায় বিজির কোন সদস্যদের গুরুতর আহত হয়নি। বিষয়টি জামালপুর ৩৫ বিজি‌বির উদ্ধর্তন কতৃপক্ষকে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওই সূত্র।
 
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ও‌সি) মোন্তাছের বিল্লাহ বলেন, বিজিবি ও চোরাকারবারিদের সংঘর্ষের ঘটনাটি তারা শুনেছেন।তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নি।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে