Dr. Neem on Daraz
Victory Day

ফরিদপুরে ব্যবসায়ী হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৮ জন কারাগারে


আগামী নিউজ | সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১, ০৬:২২ পিএম
ফরিদপুরে ব্যবসায়ী হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৮ জন কারাগারে

ফাইল ফটো

ফরিদপুরঃ জেলার নগরকান্দা উপজেলার চাঞ্চল্যকর মোঃ শাহজাহান হত্যা মামলার অন্যতম আসামী রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ফকিরসহ ৮ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুরের ৪নং আমলী আদালতের বিচারক মোঃ আসিফ আকরাম আসামীদের জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
 
জানাগেছে, নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের ব্যবসায়ী মোঃ শাহজাহানকে স্থানীয় রাজনৈতিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন বিগত ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি রাতে বাড়ী থেকে ডেকে নিয়ে নৃসংশভাবে খুন করে একটি জমিতে ফেলে রেখে যায়। পরদিন শাহজাহানের গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
 
এ ঘটনায় নিহতের ভাই হাবিবুর রহমান বাদী হয়ে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলায় রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ফকিরসহ ১৫ জনকে আসামী করা হয়। মামলাটি দীর্ঘদিন সিআইডি অনুসন্ধান করে। সোমবার সিআইডি আদালতে এ হত্যা মামলার চার্জশিট দাখিল করে। আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে।
 
এ মামলার আসামীরা মঙ্গলবার ফরিদপুরের ৪নং আমলী আদালতের হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত আসামীদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। জামিন নামঞ্জুর হওয়ায় যারা জেল হাজতে গেলেন তারা হলেন, রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ফকির, আক্কাস ফকির, জাকির ফকির, কামাল ফকির, দেলোয়ার ফকির, সামাদ সিকদার, জোহরউদ্দিন সিকদার, বাবলু মোল্যা। বাকি ৭ আসামী এখনো পলাতক রয়েছে।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে