Dr. Neem on Daraz
Victory Day

বাংলাদেশী দুই যুবককে বিএসএফ’র মারধর, ২ ঘন্টা দহগ্রাম করিডোর গেট বন্ধ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১, ০২:৪৯ এএম
বাংলাদেশী দুই যুবককে বিএসএফ’র মারধর, ২ ঘন্টা দহগ্রাম করিডোর গেট বন্ধ

ছবিঃ আগামী নিউজ

লালমনিরহাটঃ জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত দেশের বহুল আলোচিত দহগ্রাম-আঙ্গোরপোতা তিনবিঘা করিডোর গেটে ২ বাংলাদেশী যুবককে মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র বিরুদ্ধে। 

সোমবার (১৬ আগস্ট) বিকেলে জয়নাল আবেদিন (৩২) ও আল মামুন (৪০) নামে দুই বাংলাদেশী যুবক করিডোর গেট দিয়ে ভুল বসত ভারতের অভ্যান্তরে ঢুকে গেলে তাদের রাইফেল দিয়ে মারধর করে ভারতীয় ৪৫ বিএসএফ ব্যাটালিয়ানের তিনবিঘা ক্যাম্পের সদস্যরা।

এ ঘটনার জের ধরে বিজিবি এবং বিএসএফ’র পতাকা বৈঠকের কারনে প্রায় ২ ঘন্টা তিনবিঘা করিডোর গেট দিয়ে চলাচল বন্ধ থাকে।

স্থানীয়রা জানায়, তিনবিঘা করিডোরের ভিতরে ২ বাংলাদেশী যুবক ভুল বসত ভারতের অভ্যান্তরে ঢুকে পরে। এ সময় ভারতীয় ৪৫ বিএসএফ ব্যাটালিয়ানের তিনবিঘা ক্যাম্পের সদস্যরা ওই ২ যুবককে রাইফেল দিয়ে মারধর করে। বিএসএফ’র নির্যাতনে আহত ওই ২ যুবক স্থানীয় বিজিবি’র কাছে অভিযোগ করেন। বিজিবি’র সদস্যরা তাৎক্ষনিক এ ঘটনার প্রতিবাদ করেন। পরে তিনবিঘা গেট সম্মুক্ষে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিনবিঘা করিডোর গেট দিয়ে প্রায় ২ ঘন্টা চলাচল বন্ধ থাকে। পতাকা বৈঠকে বিএসএফ’র ২ জন কোম্পানী কমান্ডার বাংলাদেশীকে মারধরের ঘটনায় বিজিবি’র কাছে দুঃখ প্রকাশ করেন।

৫১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পানবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি জানার পর আমরা তাৎক্ষনিক প্রতিবাদ করে পতাকা বৈঠকের আহবান করেছি। পতাকা বৈঠকে বাংলাদেশী ২ যুবককে মারধরের ঘটনায় বিএসএফ’র পক্ষ থেকে দুঃখ প্রকাশসহ এমন ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে