Dr. Neem on Daraz
Victory Day

বগুড়ায় করোনায় সংক্রমণ কমেছে


আগামী নিউজ | নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ১২:৩৬ পিএম
বগুড়ায় করোনায় সংক্রমণ কমেছে

ফাইল ফটো

বগুড়াঃ জেলায় করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ কমেছে। জেলায় করোনায় এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ৪জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য ৩জন করোনা উপসর্গ নিয়ে মারা যান।

এছাড়া একই সময়ে জেলায় নতুন করে আরও ৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ১৭ দশমিক ৯৪শতাংশ। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪২জন।  

বৃহস্পতিবার (১২ আগষ্ট) বেলা সাড়ে  ১১টার দিকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন আরও জানান,  বুধবার মোট ৩৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৪৬জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। নতুন আক্রান্ত ৭০জনের মধ্যে সদরের ৩৮, শাজাহানপুরে ১৩, সোনাতলায় ৬, শেরপুরে ৩, ধুনটে ৩, গাবতলীতে ৩, আদমদীঘিতে ২, শিবগঞ্জ ও দুপচাঁচিয়ায় একজন করে।  

ডা. তুহিন জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ৪৯জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮হাজার ৩৫৮জন। সর্বমোট মারা গেছে ৬০৯ জন। এছাড়া  ১ হাজার ৮২জন চিকিৎসাধীন রয়েছেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে