Dr. Neem on Daraz
Victory Day

ভাঙ্গা পৌরসভার কাউন্সিলর লুৎফর রহমান গ্রেফতার


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৬, ২০২১, ১২:৩৯ পিএম
ভাঙ্গা পৌরসভার কাউন্সিলর লুৎফর রহমান গ্রেফতার

ঢাকাঃ ভাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর লুৎফর রহমানকে (৫৩) গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যায় ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া মহল্লার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান জানান, একটি ডাকাতির প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে পৌর কাউন্সিলর লুৎফরকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধ জগত নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে