Dr. Neem on Daraz
Victory Day

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মৃত্যু ৮


আগামী নিউজ | সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৬, ২০২১, ১১:৪৮ এএম
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মৃত্যু ৮

ফাইল ফটো

ফরিদপুরঃ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনায় ও উপসর্গে ৮জনের মৃত্যু।
 
গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩১৩নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে ১১৭জন। এই সময়ে করনায় ও উপসর্গ নিয়ে মারা গেছে ৮ব্যক্তি।
 
ফরিদপুর জেলা সিভিল সার্জন  অফিস সুত্রে জানায়, ফরিদপুর পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩১৩টি এর মধ্যে শনাক্ত হয়েছে ১১৭জন।
 
এদিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায ৮ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা শনাক্ত হয়ে ৩জন এবং উপসর্গ নিয়ে আরো ৫জনমারা গেছেন। বর্তমানে হাসপাতালে ভতি আছে ২৭৫জন। শনাক্তের হার ৩৬.৩৮
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে