Dr. Neem on Daraz
Victory Day

গাইবান্ধার ছেলে নিশিথ প্রামানিক ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী


আগামী নিউজ | মানিক সাহা, গাইবান্ধা জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০২:২৮ পিএম
গাইবান্ধার ছেলে নিশিথ প্রামানিক ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

গাইবান্ধাঃ গাইবান্ধার কৃতিসন্তান নিশিথ প্রামানিক ভারত সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্র, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন। বিষয়টি গাইবান্ধার মানুষের কাছে বেশ গুরুত্ব পেয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। চলছে বিভিন্ন আলোচনা। অনেকেই তাঁর এই সাফল্যে দূর থেকে অভিনন্দন জানিয়েছেন। বিষয়টি গাইবান্ধার মানুষের জন্য অনেকটা গর্বের বলে মনে করছেন জেলাবাসী।
 
গাইবান্ধার সন্তান নিশিথ প্রামানিক ভারতে কেন্দ্রীয় সরকারে প্রতিমন্ত্রী হওয়ার খবরে তাঁর স্মৃতিবিরজিত জেলার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ভেলাকোপা গ্রামে বইছে খুশির বন্যা।

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় কৃষকলীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি তার ব্যক্তিগত ফেসবুক পেজে ভারত সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককে অভিনন্দন জানিয়ে পোস্ট দেয়ার পরপরই বিষয়টি সবার নজরে আসে।

বিভিন্ন সূত্রে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ভেলাকোপা গ্রামের বিধু ভূষণ প্রামাণিকের ছেলে নিশীথ প্রামাণিক। দেশভাগের আগে ভারতের কোচবিহারে পাড়ি জমান তাদের পরিবার। ১৯৮৬ সালে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার ভেটাগুড়ি গ্রামে জন্ম নেন নিশীথ। তিনি ভারতে লেখাপড়া শেষে শিক্ষকতার চাকরি নেন। পরে শিক্ষকতা ছেড়ে দিয়ে রাজনীতিতে পা দেন। জনপ্রিয়তার কারণে ভারতের তৃনমূল কংগ্রেসের কোচবিহারের সেক্রেটারির দায়িত্ব পান। এর পরে তিনি বিজেপিতে যোগ দেন। দল বদলের পরেও তিনি বিপুল ভোটে কোচবিহারের সংসদ সদস্য নির্বাচিত হয়।

এদিকে চলমান করোনা মহামারিতে চলতি বছর ভারতের ১২ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। এরপর গত ৬ জুলাই ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছিল, কম বয়সীদের নতুন মন্ত্রীর দায়িত্ব দেয়া হবে। সেই সূত্রে পরের দিন বুধবার ৭ জুলাই নতুন করে মন্ত্রীদের নাম প্রকাশ ও দায়িত্ব দেয়া হয়। এতে স্বরাষ্ট্র, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পান ৩৫ বছর বয়সী যুবক নিশীথ প্রামানিক। আর তার এই দায়িত্ব পাওয়ার ফলে পলাশবাড়ীসহ জেলার বিভিন্ন এলাকার মানুষের মাঝে ভীষণ উচ্ছ্বাস দেখা দিয়েছে।

জানা গেছে, ২০১৮ সালে ঢাকায় এসেছিলেন নিশীথ প্রামাণিক। ওই সময় তিনি ভেলাকোপায় বাপ-দাদার ভিটায় বেড়াতে এসেছিলেন। সময় কাটিয়েছেন এখানে বসবাস করা আত্মীয়স্বজনের সঙ্গে। গ্রামের ছোট ছোট ছেলেদের সাথে ক্রিকেট খেলেছেন। জেলার শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সাথে স্বাক্ষাত করে পরিচিত হয়েছিলেন। তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হওয়ায় এলাকাবাসীর মাঝে মিষ্টি বিতরণ করেছেন তাঁর স্বজনরা।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে