Dr. Neem on Daraz
Victory Day

উজিরপুরে দৈনিক যায়যায়দিনের  ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


আগামী নিউজ | বরিশাল প্রতিনিধি  প্রকাশিত: জুলাই ১৩, ২০২১, ০৯:১৫ পিএম
উজিরপুরে দৈনিক যায়যায়দিনের  ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবিঃ আগামী নিউজ

বরিশালঃ জেলার উজিরপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে মঙ্গলবার (১৩ জুলাই) প্রেসক্লাবের সভাকক্ষে সংক্ষিপ্ত পরিসরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সেখানে বেলা ১১টায় দৈনিক যায়যায়দিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারী, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ, প্রেস ক্লাবের সভাপতি আ. রহিম সরদার, সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন বালী, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শিপন মোল্লা, সাবেক সভাপতি মহসিন মিয়া লিটন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. জহির খান, সাধারণ সম্পাদক সরদার সোহেল। 

প্রতিষ্ঠাবাষিকীর ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, কোষাধ্যক্ষ মিজানুর রহমান রনি, সদস্য সৈয়দ নাজমুল ইসলাম, রফিকুল ইসলাম, সাংবাদিক রবিউল ইসলাম, কাউন্সিলর মুজিবর রহমান প্রমূখ। 

কেক কাটা শেষে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পত্রিকাটির ভূয়সী প্রশংসা করে বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘ ১৫ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দৈনিক যায়যায়দিন পাঠকদের কাছে আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি তাদের কার্যক্রমের মাধ্যমে এ অঞ্চলের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা প্রত্যাশা করি।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে