Dr. Neem on Daraz
Victory Day

সেনাবাহিনীর খাদ্য পেলো নানিয়ারচরের ৮০টি পরিবার


আগামী নিউজ | নাজমুল হোসেন রনি, রাঙামাটি সদর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৩, ২০২১, ০২:০০ পিএম
সেনাবাহিনীর খাদ্য পেলো নানিয়ারচরের ৮০টি পরিবার

ছবিঃ আগামী নিউজ

রাঙামাটিঃ করোনা পরিস্থিতিতে চলমান লকডাউনে নিজেদের জন্য বরাদ্দকৃত খাদ্য সামগ্রী (রেশন) থেকে কিছু খাদ্য ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনী নানিয়ারচর জোন।

মঙ্গলবার সকার ১১টায় নানিয়ারচর মডেল সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় ও হতদরিদ্র ৮০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, নানিয়ারচর জোন (১০ বীর) কমান্ডার লেফট্যানেন্ট কর্ণেল গোলাম মাবুদ হাসান পিএসসি।
 
সেনা সূত্রে জানাযায়, নিজেদের জন্য বরাদ্দকৃত নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী থেকে চাল, ডাল, আলু, তৈল, পেয়াজ, লবন ও চিনি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
 
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সংবাদকর্মী, সেনা সদস্য ও সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে