Dr. Neem on Daraz
Victory Day

কাপ্তাইয়ে সড়ক প্রচারনায় উপজেলা তথ্য অফিস


আগামী নিউজ | রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ প্রকাশিত: জুলাই ১১, ২০২১, ১০:১৫ পিএম
কাপ্তাইয়ে সড়ক প্রচারনায় উপজেলা তথ্য অফিস

ছবিঃ আগামী নিউজ

রাঙ্গামাটিঃ তথ্য অফিসের উদ্যোগে করোনা সংক্রমন প্রতিরোধে জনগণকে সচেতন করতে প্রতিনিয়ত প্রচারনা কার্যক্রম অব্যাহত রয়েছে ।

তারই ধারাবাহিকতায় রবিবার সকাল হতে সন্ধ্যা পর্যন্ত কাপ্তাই উপজেলা বাইরেও প্রচারনা চালানো হয়।

কাপ্তাই উপজেলা তথ্য অফিসার মোঃ হারুন জানান, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এর নির্দেশক্রমে রবিবার রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন এর দশ মাইল, সুখ বিলাস, রাজার হাটসহ রাঙ্গুনিয়া উপজেলার অনেক জায়গায় করোনা সচেতনতায় প্রচারনা কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় কাপ্তাই তথ্য অফিসের গাড়িতে মাইকিং এর মাধ্যমে করোনা সংক্রমন রোধে সরকার ঘোষিত লকডাউনের বিধিনিষেধ সমুহ প্রচারনা করা হয়।

এছাড়া জনগণকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে সচেতনতা মুলক প্রচারনা চালানো হয়।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে