Dr. Neem on Daraz
Victory Day

দেবীগঞ্জে লকডাউনের ৪র্থ দিনেও মাঠে প্রশাসন ও পুলিশ বাহিনী


আগামী নিউজ | দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৪, ২০২১, ০৪:০৭ পিএম
দেবীগঞ্জে লকডাউনের ৪র্থ দিনেও মাঠে প্রশাসন ও পুলিশ বাহিনী

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ঃ জেলার দেবীগঞ্জ উপজেলায় রবিবার (৪জুলাই) সকাল থেকে ৪র্থ দিনের লকডাউন সফল করতে উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীকে কঠোর অবস্থানে দেখা গেছে।

সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান ও দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) বজলুর রশিদ পুলিশ বাহিনী নিয়ে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীর হাট এবং ১ নং চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ হাটে ব্যাপক সচেতনতামূলক প্রচার প্রচারনা চালান।

ইউএনও প্রত্যয় হাসান হ্যান্ড মাইকে সকলকে মাস্ক পড়ে চলাচল করা এবং অযথা ঘরের বাইরে এসে হাটবাজারে ঘুরাঘুরি না করতে আহবান জানান।

এছাড়াও দেবীগঞ্জ থানা পুলিশ লকডাউন শুরু থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজার গুলোতে টহল জোরদার করেছে।

উল্লেখ্য, গতকাল শনিবার উপজেলায় ৮ জন করোনা পজেটিভ হয়েছেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে