Dr. Neem on Daraz
Victory Day

রাজারহাটে ৪ জুয়াড়ির কারাদণ্ড


আগামী নিউজ | আসাদুজ্জামান আসাদ, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩, ২০২১, ১০:০৩ পিএম
রাজারহাটে ৪ জুয়াড়ির কারাদণ্ড

ছবিঃ আগামী নিউজ

কুড়িগ্রামঃ রাজারহাটে ভ্রাম্যমান আদালতে ৪ জুয়াড়িকে পাঁচদিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবে ভ্রাম্যমান আদালতের বিচারক ও রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম এই রায় প্রদান করেন।

পুলিশ জানায়,শুক্রবার উপজেলার নাজিমখান ইউনিয়নের কুটিপাড়া গ্রামের  সিরাজুল ইসলামের বাড়িতে জুয়া খেলার সময় রাজারহাট থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় আমিনুল (৪২) দুলু মিয়া (৩৫) গৌরাঙ্গ (২৪) এবং বাড়ির মালিক সিরাজুল ইসলাম (৪০) কে পুলিশ আটক করে।   ওই বাড়ির মালিক সিরাজুল ইসলাম জুয়া খেলার জন্য  বাড়িতে কক্ষ ভাড়া প্রদান করে আসছিল বলে জানা গেছে।

এদিকে শনিবার বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক নুরে তাসনিম আটককৃত ৪জনের প্রত্যেককে ৫দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার জানান,আটককৃতদের কুড়িগ্রাম জেলা হাজতে প্রেরন করা হয়েছে। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে