Dr. Neem on Daraz
Victory Day

সুবর্ণচরে স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা


আগামী নিউজ | মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: জুন ২১, ২০২১, ০৪:৩৫ পিএম
সুবর্ণচরে স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা

ছবি : আগামী নিউজ

নোয়াখালীঃ জেলার সুবর্ণচরে ভ্রাম্যমান আদালতে পথচারীকে জরিমানা করেছেন। স্বাস্থ্য বিধি না মানায় এবং মাস্ক না পরায় এই জরিমানা করা হয়। স্বাস্থ্য বিধি সংক্রামক রোগ, প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে আদালতে নয় মামলা বিভিন্ন হারে দুই হাজার তিনশ টাকা জরিমানা করেন।

সোমবার দুপুরে চরজব্বার থানার মোড়ে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।  

ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন, উপজেলা প্রশাসনের কর্মর্কতা, চরজব্বার থানা পুলিশ ও আনসার সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) চৈতী সর্ববিদ্যা বলেন, নোয়াখালীর সুবর্ণচরে সংক্রমণ রোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্য বিধি সংক্রামক রোগ, প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নিমূল আইনে নয় মামলায় বিভিন্ন হারে দুই হাজার তিনশ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে